সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের গণসংযোগ অনুষ্ঠিত

Stuff
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৩, ০৫:০৯ অপরাহ্ণ
গোলাপগঞ্জে সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের গণসংযোগ অনুষ্ঠিত
আওয়াজ প্রতিবেদক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের প্রথম নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় সরওয়ার হোসেন ঢাকাদক্ষিণ বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন। সেই সাথে নির্বানে সকলে সহযোগিতা কামনা করে সরওয়ার হোসেন বলেন, আনুষ্ঠানিক গণসংযোগের প্রথম দিনেই ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি আগামী ৭জানুয়ারি ব্যপাক উৎসাহ উদ্দীপনার সাথে সবাই ঈগল প্রতীকে ভোট দিবে।
আগামী নির্বাচনে প্রশাসনের সহযোগিতার আশ্বাস পেয়েছি। আশা করছি প্রশাসন সহযোগিতা করবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন।
গণসংযোগে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, সদস্য  আব্দুল হান্নান,  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পানি বিষয়ক সম্পাদক জামিল আহমদ সহ কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।