সিলেট ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

রাজনগরে বানের স্রোতে যুবক নিখোঁজ

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৪, ১২:৩৫ অপরাহ্ণ
রাজনগরে বানের স্রোতে যুবক নিখোঁজ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে বানের পানিতে মাছ ধরতে গিয়ে সাদিক হোসেন হৃদয় (১৯) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন।

শুক্রবার রাজনগর ফায়ার স্টেশনে জানালে সিলেট থেকে ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ চেষ্টা করেও নিখোঁজ যুবকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বানের পানিতে প্রচুর মাছ ধরা পড়ছে এমন খবরে জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের শৌখিন মাছ শিকারি সোনাহর মিয়া তার ছেলে হৃদয়কে নিয়ে একই উপজেলার বন্যাকবলিত রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান নামক স্থানে মাছ ধরতে আসেন। পরে ওই স্থানে মাছ ধরা শুরু করে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেন।

একপর্যায়ে রাত ১টার দিকে হৃদয় চিটকা জাল ছুড়লে জালের টানে পানিতে ভেসে যান। পরে তার বাবা তাকে উদ্ধারের জন্য চেষ্টা করেন কিন্তু পানিতে স্রোত বেশি থাকায় তিনি পানির নিচে তলিয়ে যান।

নিখোঁজ হৃদয়ের খালাতো ভাই আলমগীর হোসেন বলেন, শৌখিন মাছ শিকারি আমার খালাতো ভাই হৃদয়ের এই ঘটনায় তার বাবা-মা, নিকট আত্মীয়রা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন।

রাজনগর ফায়ার স্টেশন ইনচার্জ আলী হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, এখানে প্রবল স্রোত রয়েছে। আমাদের ডুবুরি দল অনেক চেষ্টা করেছে। কিন্তু ওই স্থানে তাকে জীবিত বা মৃত কোনো অবস্থায় পাওয়া যায়নি।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, সকালে সিলেট থেকে ডুবুরি দল এসে ঘটনাস্থলে এসে তল্লাশি করেছে। কিন্তু প্রবল স্রোত থাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা চারদিকে তল্লাশি অব্যহত রেখেছি।

 

For more information

আরো দেখুন|

Summary
রাজনগরে বানের স্রোতে যুবক নিখোঁজ
Article Name
রাজনগরে বানের স্রোতে যুবক নিখোঁজ
Description
মৌলভীবাজারের রাজনগরে বানের পানিতে মাছ ধরতে গিয়ে সাদিক হোসেন হৃদয় (১৯) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন।শুক্রবার রাজনগর ফায়ার স্টেশনে জানালে...
Author
Publisher Name
sylheterawaz
Publisher Logo