সিলেট ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২৪, ০২:৫৮ অপরাহ্ণ
ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা ইকরাম হোসেন চৌধুরীর সিলেট সদর উপজেলার খাদিমনগরের বাড়িতে পুলিশী তল্লাসীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
গতকাল গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ,  সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ জুবের, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শিহাব খাঁন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিম জাকারিয়া বলেন, সরকারের প্রশ্রয় তাদের অংঙ্গ সংগঠন ছাত্রলীগ একের পর এক খুন খারাবী করে যাচ্ছে তাদের বিচার হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের আজ্ঞাবহ করে বিরোধী মতের মানুষকে দমন করতে প্রতিনিয়ত তাদের ব্যবহার করা হচ্ছে। মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ নেতা ইকরাম হোসেন চৌধুরী গণতন্ত্র মুক্তি আন্দোলনের রাজপথের সাহসী সৈনিক। এধরনের পুলিশী তল্লাসী অবিলম্বে বন্ধের আহবান জানান নেতৃবৃন্দ।

For more information

আরো দেখুন|

Summary
Article Name
ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ
Description
ছাত্রদল নেতা ইকরামের বাড়িতে পুলিশী তল্লাসী, ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা ইকরাম হোসেন