সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কুলাউড়ায় দুই জমজ শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা আটক

Stuff
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৪, ০৬:০৮ অপরাহ্ণ
কুলাউড়ায় দুই জমজ শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা আটক

আওয়াজ ডেস্ক:: মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের দুই যমজ শিশুপুত্র রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদকে (৪) পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা রিমা বেগমকে আটক করেছে পুলিশ।

তিনি উপজেলার উত্তরভাগ এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী। তবে রিমা বেগম মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

রোববার (২১ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টায় উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামে ঘটনাটি ঘটে।

বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান জানান, উত্তরভাগ গ্রামের প্রবাসী বাচ্চু মিয়ার স্ত্রী রীমা বেগম অনেকটা মানসিক ভারসাম্যহীন। স্বামী বাচ্চু মিয়া রোববার ভোরে তাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে গিয়ে দেখেন ৪ বছর বয়সী তার দুই যমজ শিশু পুত্রকে পানিতে ডুবছে৷ পরে তাদের পুকুর পাড়ে তুলেন। এসময় বাড়ি অন্যান্য লোকজন তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত শিশুদের বাবা বাচ্চু মিয়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। দুই মাস আগে দেশে ফিরে আসেন ভারসাম্যহীন স্ত্রীর চিকিৎসার জন্য।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য শিশুদের লাশ মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।