আওয়াজ বিনোদন ডেস্ক: অনেকেরই হয়তো কৌতূহল জাগে পেছনে ফেলে আসা মানুষটার খোঁজ নিতে। প্রাক্তনের সঙ্গে যোগাযোগ আছে এমন মানুষের সংখ্যা খুবই কম। যে মানুষটা একসময় সবার চেয়ে প্রিয় ছিল, যার সঙ্গে কাটত সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো, সে মানুষটার সঙ্গেই ব্রেকআপের পর আর হয়তো যোগাযোগ করা হয়ে ওঠেনি। তবে অনেকেরই হয়তো কৌতূহল জাগে পেছনে ফেলে আসা সেই মানুষটির খোঁজ নিতে।
যদি আপনার মাঝেও এমন কৌতূহল থেকে থাকে, তবে হারিয়ে ফেলা সেই প্রিয় মানুষকে পাঠাতে পারেন এসএমএস। খোঁজ নিতে পারেন আপনার প্রিয় মানুষটির। আপনার মনে জমে থাকা কথাগুলো চিন্তা করুন, তারপর অতীতের মানুষটাকে তা পাঠিয়ে দিতে পারেন।
অতীত সম্পর্ক নিয়ে ভাবতে মানুষকে সাহায্য করতে দিবসটি পালন করা হয়ে থাকে। ফেলে আসা সম্পর্কের মানুষগুলো কেমন আছেন তা জানার কৌতূহল দূর করাও দিবসটির আরেকটি লক্ষ্য। অতীতে তিনি আপনাকে কতটা কষ্ট দিয়েছেন তা নিয়ে আজ না ভাবাই ভালো। বরং তিনি আপনার জীবনকে কতটা রাঙিয়ে তুলেছিলেন তা আনন্দের সঙ্গে মনে করিয়ে দিতে পারেন এসএমএস পাঠিয়ে।
For more information
আরো দেখুন|