সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ২

admin
প্রকাশিত জুলাই ১, ২০২৪, ০৯:০৩ অপরাহ্ণ
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ২

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের আটকিয়ারী এলাকায় প্রাইভেট কার ও দাড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান সোমবার বিকাল ৬টার দিকে প্রবল বৃষ্টির সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী ঢাকা মেট্রো গ ১১-২৩৫৩ নং একটি প্রাইভেট কার এয়ারপোর্ট থানাধীন আটকিয়ারী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে এসে হঠাৎ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সহ সামনের সিটে বসে থাকা এক নারী নিহত হয়েছেন। প্রাইভেট কারে থাকা সঙ্গীয় তিনজনও গুরুতর আহত হন। উপস্থিত সময়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে নিহত ও আহতদের ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

এয়ারপোর্ট থানার ওসি নুনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তৎক্ষনাৎ স্থানীয়রা ৫জনকে উদ্ধার করে মেডিক্যালে পাঠিয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে জানতে পারলাম দুই জন নিহত হয়েছেন। আমাদের একটি টিম মেডিক্যাল যাচ্ছে।

নিহতরা হলেন- আব্দুস সবুর ও রেহানা বেগম। তাৎক্ষণিকভাবে তাদের ঠিকানা পাওয়া যায়নি।

দুর্ঘটনায় আব্দুল মতিন ও ইকরা বেগম নামে দুজন আহত হয়েছেন। তাদের  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Summary
 সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ২
Article Name
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ২
Description
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের আটকিয়ারী এলাকায় প্রাইভেট কার ও দাড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু...
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo