সিলেট ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ পদক লাভ করেছেন সিলেটের ড. আহমদ আল কবির

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৪, ০৭:০৪ অপরাহ্ণ
দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ পদক লাভ করেছেন সিলেটের ড. আহমদ আল কবির

দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ পদক লাভ করেছেন সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও চীফ পেট্রন, সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের গভর্নিং বডির সভাপতি, মানব সম্পদ উন্নয়ন খ্যাত ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।
দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মানব সম্পদ উন্নয়ন ও স্বাস্থ্যখাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের তিন বিশিষ্টজনকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ পদক এর জন্য নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে সিলেটের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির একজন।

দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ পদক লাভ করেছেন সিলেটের ড. আহমদ আল কবির
৩০ এপ্রিল মঙ্গলবার দুুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কমিউনিটি ক্লিনিক দিবস ও দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর কাছ থেকে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল-কবির দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ পদক গ্রহণ করেন।

দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ পদক লাভ করায় সিলেটের কৃতি সন্তান ড.আহমদ আল কবির কে , সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার  সম্পাদক ও প্রকাশক, এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার, দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলি পোস্ট পত্রিকার সিলেট ব্যুরো প্রধান রোটারিয়ান পিপি শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ অভিনন্দন জানিয়েছেন।