সিলেট ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

লিটারে ৮ টাকা বাড়ছে সয়াবিন তেলের দাম

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ০৫:০৫ অপরাহ্ণ
লিটারে ৮ টাকা বাড়ছে সয়াবিন তেলের দাম

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আট টাকা বাড়ছে। ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এখন থেকে বিক্রি হবে ১৭৫ টাকায়, যা এত দিন ছিল ১৬৭ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১৫৭ টাকা। খোলা পাম তেলের লিটারও ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়েছে। এ ছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮৬০ টাকা, যা আগে ছিল ৮১৮ টাকা।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সোমবার ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেল ও পাম তেলের নতুন দাম ঘোষণা করেন। ঢাকায় সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার থেকে এই দুটি ভোজ্যতেলের নতুন দাম কার্যকর হবে।

যে ক্রাইসিস তৈরি হয়েছিল, সেটি আট টাকা বাড়ানোর ফলে কাটবে কি না এবং তদারকি থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন  সিলেটের আওয়াজকে বলেন, ইন্ডাস্ট্রির অংশীজনেরা জানিয়েছেন, আজকে থেকেই সরবরাহের ব্যবস্থা করবেন। তিনি বলেন, ‘আমরা বাস্তবভিত্তিকভাবে সবকিছু বিশ্লেষণ করে দাম নির্ণয় করেছি। বাস্তবভিত্তিকভাবে মূল্য নির্ধারণ করায় আমরা আশা করি, স্পেকুলেশন বা অনুমাণের ওপর নির্ভর করে চলাটা আজকে থেকে বন্ধ হবে।’

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে।

সাংবাদিক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে প্রশ্ন করেন, দাম আট টাকা (এক কেজি) বাড়ানোর জন্যই কি ভোজ্যতেলের ঘাটতি দেখানো হলো এবং এটা কি ইচ্ছে করে হয়েছে কি না? এর উত্তরে শেখ বশিরউদ্দীন বলেন, ‘আট টাকা বাড়ানোর জন্য ঘাটতি দেখানো হলো কি না, আমি জানি না।’

 

For more information

আরো দেখুন|