আওয়াজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ‘মার্চ টু ঢাকা’ সারা দিয়ে রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। ঢাকার আশপাশের জেলা থেকেই ঢাকায় আসতে শুরু করেছে আন্দোলনকারীরা। কারফিউ অপেক্ষা করে রাস্তায় নামায় বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে। এই অবস্থায় দুপুর ২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
এর আগে, রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে ৯৯ জন নিহত হন। আহত হয়েছেন কয়েক শত সাধারণ মানুষ। এই অবস্থায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির আহ্বান জানান।
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির বিপরীতে সরকার অনির্দিষ্টকালের কারফিউয়ের ঘোষণা দিয়েছে। একইসঙ্গে তিনদিনের (৫, ৬ ও ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে। সোমবার সকাল দেখেই রাজধানী ঢাকার বিভিন্ন মোড়ে সেনাবাহিনী ও অনন্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরপরও রাস্তায় নামছে আন্দোলনকারীরা। বেশ কিছু জায়গায় সংঘর্ষেও জড়িয়েছে তারা।
Summary
Article Name
দুপুর ২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান
Description
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ‘মার্চ টু ঢাকা’ সারা দিয়ে রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। ঢাকার আশপাশের জেলা থেকেই ঢাকায় আসতে...
Author
sylheterawaz24
Publisher Name
sylheterawaz24
Publisher Logo