সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জাতীয় স্মৃতিসৌধে জয়বাংলা স্লোগান

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে জয়বাংলা স্লোগান

আওয়াজ ডেস্ক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে ফেরার পথে- ৭১ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার, জয়বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে কয়েকজন। এ সময় তাদের ধাওয়া দিয়ে গণপিটুনি দেয় উপস্থিত লোকজন। পরে পুলিশ এসে তিনজনকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে যায়।

বুধবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার শাহজালাল বলেন, তারা বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে স্মৃতিসৌধে এসেছে। তারা ‘অ্যাকশন অ্যাকশন ও জয়বাংলা’সহ নানা স্লোগান দিতে থাকে। পরে জনতা তাদের ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তিনজনকে আটক করে।

জীবন হাওলাদার নামে একজন বলেন, আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, আমরা স্বাধীনতার স্বপক্ষের শক্তি। আমরা স্মৃতিসৌধে এসেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছি। আমরা কোনো বাধার সম্মুখীন হইনি।

নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দেওয়া বরগুনা জেলা সদর থানার আমিন মুসল্লী বলেন, যেহেতু আমরা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আমাদের বাধা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমরা এখানে আসতেই পারি।

জয় বাংলা স্লোগান দেওয়া ব্যক্তিদের মধ্য থেকে একজন বলেন, আজকে স্বাধীনতা দিবসে আমরা স্বাধীনতাকে বিকৃত হিসেবে পেয়েছি। দ্বিতীয় স্বাধীনতা বলে কোনো কথা নেই।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির বলেন, কতিপয় লোকজন বিশৃঙ্খলা সৃষ্টির জন্য স্মৃতিসৌধে এসেছিলেন। তারা নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। পরে পুলিশ তাদের তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। বাকিরা দৌড়ে পালিয়ে গেছে।

For more information

আরো দেখুন