যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচে দুই রকম অভিজ্ঞতা হলো সাকিব আল হাসানের। ব্যাট হাতে রান করলেও বল হাতে মার খেয়েছেন। শেষ পর্যন্ত হেরেছে দলও। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কাছে সাকিবের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স হেরেছে ৬ উইকেটে।
প্রথমে ব্যাট করে সাকিব, আন্দ্রে রাসেল ও ডেভিড মিলারের ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৬৫ রান তোলে নাইট রাইডার্স। রান তাড়ায় ফিন অ্যালেন ও ম্যাথু শর্টের ঝোড়ো ব্যাটিংয়ে ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইউনিকর্নস।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের ম্যাচটিতে সাকিব ব্যাটিংয়ে নামেন চার নম্বরে। ১২তম ওভারে আউট হওয়ার আগে খেলেন ২৬ বলে ৩৫ রানের ইনিংস। তাঁর ইনিংসটিতে ছিল ৬টি চার। পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদের বলে উইকেটকিপার জশ ইংলিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব।
নাইট রাইডার্সের ইনিংসে সাকিবের ৩৫ রান দলের দ্বিতীয় সর্বোচ্চ। ২ চার ৩ ছক্কায় ২৫ বলে সর্বোচ্চ ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন রাসেল। প্রোটিয়া তারকা মিলার খেলেন ১৮ বলে ২৪ রানের ইনিংস।
ইউনিকর্নস রান তাড়া করতে নামলে সাকিব বোলিংয়ে আসেন চতুর্থ ওভারে। অ্যালেন ও শর্ট সে ওভারে নেন ৮ রান। তবে সাকিবের পরের ওভারে অ্যালেন ৩ ছক্কাসহ তুলে নেন ১৯ রান। দুই ওভারে ২৭ রান দেওয়ার পর সাকিবকে আর বোলিংয়ে আনেননি নাইট রাইডার্স অধিনায়ক সুনীল নারাইন। অ্যালেন ৩৭ বলে ৬৩ এবং শর্ট ২৬ বলে ৫৮ রানের ইনিংস খেলেন।
সাকিবের দল তাদের পরের ম্যাচ খেলবে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ছয়টায়। প্রতিপক্ষ কুইন্টন ডি ককদের সিয়াটল অরকাস।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
মেজর লিগ ক্রিকেটে; ব্যাটিংয়ে উজ্জ্বল সাকিব বোলিংয়ে নিষ্প্রভ
Description
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচে দুই রকম অভিজ্ঞতা হলো সাকিব আল হাসানের। ব্যাট হাতে রান করলেও বল হাতে মার খেয়েছেন। শেষ পর্যন্ত হেরেছে দলও। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কাছে সাকিবের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স হেরেছে ৬ উইকেটে।
Author
sylheterawaz
Publisher Name
sylheterawaz
Publisher Logo