সিলেট ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অলিম্পিকে সোনা জিতলো ১৬ বছরের স্কুলছাত্রী

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২৪, ০৮:১৯ অপরাহ্ণ
অলিম্পিকে সোনা জিতলো ১৬ বছরের স্কুলছাত্রী

অলিম্পিকে সোনা জিতলো ১৬ বছরের স্কুলছাত্রী

আওয়াজ ডেস্ক: প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনে এসে প্রথম সোনার দেখা পেলো দক্ষিণ কোরিয়া। দেশকে এমন সম্মান এনে দিলেন ১৬ বছরের এক হাইস্কুল ছাত্রী।

সোমবার মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার বান হিওইন, যিনি এখনও হাইস্কুলে পড়ছেন।

সোনার লড়াইয়ে বান হিওইনের প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের হুয়াং ইউতিং। তার বয়সও কম, মাত্র ১৭। দুই কিশোরীর স্কোর ছিল সমান ২৫১.৮। এরপর শুটঅফে সোনাজয়ী চূড়ান্ত হয়।

১৭ বছরের ইউতিং জেতেন রূপা। চলতি প্যারিস অলিম্পিকে ইউতিংয়ের এটি দ্বিতীয় পদক। শনিবার সতীর্থ শেং লিহাওকে নিয়ে ১০ মিটার মিক্সড টিম এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন ইউতিং।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের ২১ বছর বয়সী শুটার অড্রি গোগনিয়াট।

 

For more information

আরো দেখুন|

Summary
অলিম্পিকে সোনা জিতলো ১৬ বছরের স্কুলছাত্রী
Article Name
অলিম্পিকে সোনা জিতলো ১৬ বছরের স্কুলছাত্রী
Description
প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনে এসে প্রথম সোনার দেখা পেলো দক্ষিণ কোরিয়া। দেশকে এমন সম্মান এনে দিলেন ১৬ বছরের এক হাইস্কুল ছাত্রী...
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo