সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট নগরীতে বিদ্যুৎ বিড়ম্বনা – নগর জীবন অতিষ্ঠ

admin
প্রকাশিত জুন ২৪, ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ণ
সিলেট নগরীতে বিদ্যুৎ বিড়ম্বনা – নগর জীবন অতিষ্ঠ

মোহাম্মদ তারেক জাহান চৌধুরী:  ২৪ জুন ২০২৪ সোমবার সিলেট মহানগরীতে সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্যবার বিদ্যুৎ আসা যাওয়া করেছে তার হিসাব কেউই দিতে পারবে না। শহরের প্রাণকেন্দ্র তথা প্রিন্টিং মার্কেট খ্যাত সিটি বানিজ্যিক ভবন, কুদরত উল্লাহ মসজিদ মার্কেট, সিটি সুপার মার্কেট, লালদিঘী নতুন হকার্স মার্কেট, লালদিঘী পুরাতন হকার্স মার্কেট, হাসান মার্কেট, মধুবন সুপার মার্কেট, মহাজনপট্টি, কালীঘাট বানিজ্যিক এলাকা সহ নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিড়ম্বনা হয়েছে। এতে নাগরিক জীবনে অস্বস্তি নেমে আসে। আমাদের প্রতিবেদক বিভিন্ন ব্যাবসায়ীর সাথে আলাপ করলে ব্যাবসায়ীরা বিদ্যুৎ বিভাগের এহেন আচরণের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ব্যবসায়ীরা জানান আগাম ঘোষণা ছাড়াই এভাবে বিদ্যুৎ আসা যাওয়া করার ফলে একদিকে বাসাবাড়িতে অনেকের ফ্রিজ এসি ফ্যান আবার অন্যদিকে ব্যাবসায়ীদের কম্পিউটার, প্রিন্টার মারাত্মক ক্ষতি হওয়ার আশংকা করেন। সিলেট নগরীর বাসিন্দারা সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করে সমস্যা থেকে উত্তরনের জোর দাবি জানান।

For more information

আরো দেখুন|