সিলেট ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

রোটারী ক্লাব সিলেট ইস্ট এরসেলাই মেশিন ও অর্থ বিতরণ

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ণ
রোটারী ক্লাব সিলেট ইস্ট এরসেলাই মেশিন ও অর্থ বিতরণ

রোটারী ক্লাব সিলেট ইস্ট এরসেলাই মেশিন ও অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার: রোটারী ক্লাব অব সিলেট ইস্ট এর উদ্যোগে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন নগদ অর্থ বিতরণ করা হয়েছে রোববার (১৪ জুলাই) সকালে নগরীর দরগাগেইটস্থ এলাকায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়  


রোটারী ক্লাব অব সিলেট ইস্ট এর সভাপতি রোটারিয়ান নিজাম আলদ্বীন এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটারিয়ান মাহমুদুল হাসান চৌধুরী পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট এর স্পেশাল এডভাইজার,  পি.ডি.জি আশীষ ঘোষ, চীফ কোঅর্ডিনেটর পি.ডি.জি ইশতিয়াক এ জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কোঅর্ডিনেটর (এডমিন) রোটারিয়ান পি.পি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, ডেপুটি কোঅর্ডিনেটর (ফাইনান্স)  রোটারিয়ান কবির উদ্দিন, ডেপুটি কোঅর্ডিনেটর (মেম্বারশিপ) রোটারিয়ান জাকির আহমেদ চৌধুরী, ডেপুটি কোঅর্ডিনেটর (টি.আর.এফ) রোটারিয়ান ফেরদৌস আলম,
ডেপুটি কোঅর্ডিনেটর (পাবলিক ইমেজ) রোটারিয়ান রাসেল মাহবুব পি.এইচ.এফ, রোটারী ক্লাব অব সিলেট ইস্ট এর সাবেক সভাপতি ও পাস্ট ডিস্ট্রিক্ট টেজারার রোটারিয়ান পি.পি মিজানুর রহমান, প্রোগ্রাম চেয়ারম্যান ও রোটারী ক্লাব অব সিলেট ইস্ট এর প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সারওয়ার হোসেন বাদল, ক্লাবের বুলেটিন এডিটর রোটারিয়ান উজ্জ্বল দেবনাথ, ক্লাব সার্জেন্টএটআর্মস রোটারিয়ান খায়রুল ইসলাম, রোটারিয়ান জামিল আহমেদ


অনুষ্ঠানে সিলেটের জালালপুরের আশু রানী নাথ, দক্ষিণ সুরমার মেবি বেগম, গোবিন্দগঞ্জের ফাতেমা বেগম ও গোয়াইনঘাটে সুমানা বেগমের হাতে সেলাই মেশিন ও নগদ অর্থ তুলে দেওয়া হয়

For more information

আরো দেখুন|

Summary
রোটারী ক্লাব সিলেট ইস্ট এরসেলাই মেশিন ও অর্থ বিতরণ
Article Name
রোটারী ক্লাব সিলেট ইস্ট এরসেলাই মেশিন ও অর্থ বিতরণ
Description
রোটারী ক্লাব অব সিলেট ইস্ট এর উদ্যোগে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে রোববার (১৪ জুলাই)...
Author
Publisher Name
sylheterawaz
Publisher Logo