হঠাৎ মধ্যরাতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। মধ্যরাতে রাজাকার ধ্বনিতে তারা স্লোগান দেন।
রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হল থেকে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’, ‘শাবিপ্রবির মাটি রাজাকারের ঘাঁটি’ এই স্লোগান শুরু করে শিক্ষার্থীরা। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনেও রাজাকার ধ্বনিতে স্লোগান দেন তারা।
দুই হল থেকে আসা শিক্ষার্থীরা রাজাকার স্লোগানসহ ক্যাম্পাসে প্রবেশকালে শাহপরাণ হলের সামনে আসলে ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না। এর পরবর্তীতে রাত ১২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ‘তুমি কে আমি কে’ স্লোগানে মিছিল বের করে।
এদিকে রাত সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল ও প্রধান ফটক থেকে সাধারণ শিক্ষার্থীদের একত্রিত হওয়া মিছিলের সঙ্গে ছাত্রলীগের হাতাহাতিতে আহত হয়েছেন ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শিশির। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল ও প্রধান ফটক থেকে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে মিছিল বের করেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল থেকে ছাত্রলীগের মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসলে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে হাতাহাতি হয়।
সর্বশেষ বৃষ্টিপাতের কারণে রাত দেড়টায় শিক্ষার্থীরা তাদের আবাসিক হল এবং মেসগুলোতে ফিরে যান।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ‘রাজাকারের বাচ্চা’ বলেছেন। একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে তার মুখে এমন কথা মানায় না। তিনি আমাদের রাজাকারের বাচ্চা বলতে পারেন না। এর প্রতিবাদে আমরা রাস্তায় মিছিল বের করেছি।
For more information
আরো দেখুন|
Summary
Article Nameমধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি
Descriptionহঠাৎ মধ্যরাতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সিলেটের শাহজালাল...
Author sylheterawaz
Publisher Name sylheterawaz
Publisher Logo