সিলেট ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বন্যাকবলিতদের মাঝে জেলা স্বেচ্ছাসেবকলীগের মাসব্যপী ত্রাণ কর্মসূচী

admin
প্রকাশিত জুলাই ৬, ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ণ
বন্যাকবলিতদের মাঝে জেলা স্বেচ্ছাসেবকলীগের মাসব্যপী ত্রাণ কর্মসূচী

সিলেট বন্যা কবলিত ২হাজার পরিবারের মাঝে
জেলা স্বেচ্ছাসেবক লীগের মাসব্যপী ত্রাণ বিতরণ কর্মসূচী শুরু হয়েছে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ বলেছেন, সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবকলীগের সকল নেতাকর্মী মানুষের জন্য কাজ করছে। স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠার লক্ষই যেকোনো দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানো। বর্তমানে সিলেটে বন্যাকবলিত মানুষের পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। আমি বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানাই এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক এমদাদ রহমান তার উদাহরণ তৈরী করেছেন। এমদাদ রহমানের এই ব্যতিক্রম উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭জুলাই ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৪জুলাই) সন্ধ্যায় কাজীটুলায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমানের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে মাসব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান খলিল, কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, লন্ডন মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সদস্য মেহরাজ ফাহমী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাক্কুর আহমদ জনি, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিদুল হক সৌমিক, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, খাদিম নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল কালাম, সমাজসেবী আব্দুল আহাদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সোহান দে প্রমুখ।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান বলেন, আগামী ২৭ জুলাই প্রাণ প্রিয় সংগঠনের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মানুষের পাশে ৩০ দিন থাকার অঙ্গীকার ব্যক্ত করেছি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা হয়েছে মানবতার সেবা করার জন্য। আমরা মানুষের জন্য রাজনীতি করি। সিলেটের যেসব উপজেলা বন্যায় কবলিত হবে সেখানেই স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে। আমার এই কার্যক্রমে অনেক প্রবাসীরা সহযোগীতা করেছেন। আশা করি আগামী দিনেও যেকোনো বিপদে সিলেটবাসীর পাশে সবাই দাঁড়াবেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০হাজার কেজি চাল, ২ হাজার কেজি ডাল, ২ হাজার কেজি পেয়াজ ও ২ হাজার লিটার তেল।

 

For more information

আরো দেখুন|

Summary
বন্যাকবলিতদের মাঝে জেলা স্বেচ্ছাসেবকলীগের মাসব্যপী ত্রাণ কর্মসূচী
Article Name
বন্যাকবলিতদের মাঝে জেলা স্বেচ্ছাসেবকলীগের মাসব্যপী ত্রাণ কর্মসূচী
Description
সিলেট বন্যা কবলিত ২হাজার পরিবারের মাঝে জেলা স্বেচ্ছাসেবক লীগের মাসব্যপী ত্রাণ বিতরণ কর্মসূচী শুরু হয়েছে।
Author
Publisher Name
sylheterawaz
Publisher Logo