স্টাফ রিপোর্টার: কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারাদেশ উত্তপ্ত। উত্তাপ ছড়িয়েছে সিলেটেও। মঙ্গলবার দিনভর সিলেটের বিভিন্নস্থানে আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধাওয়া খেয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ ঘটনার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা দুই দফা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। বিকেল ৪টায় জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের ধাওয়া খেয়ে তারা রাজপথ ছাড়েন।
এর আগে দুপুরের পর কোটা সংস্কার আন্দোলনকারীরা নগরীর কামরান চত্বরে সমাবেশ করেন। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদের ব্যানারে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি অবস্থান কর্মসূচি পালন করেন চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে। এতে অংশ নেন সিলেটের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সুধীজনদের সাথে জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। পরে শহীদ মিনার ছেড়ে রাজপথে নেমে আসেন তারা। এ সময় একই স্থানে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগেও সমাবেশ অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের পক্ষে সাফাই এবং কোটাবাতিলের আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশের আয়োজন করে ছাত্রলীগ। সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ। সমাবেশে নগরীর প্রতিটি ওয়ার্ডের ছাত্রলীগ নেতৃবৃন্দসহ যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল কোর্টপয়েন্টের দিকে যায়। সেখানে গিয়ে কামরান চত্বরে অবস্থানরত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ধাওয়া দেন মিছিলে থাকা যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা। ধাওয়া খেয়ে আন্দোলনকারীরা ঘটনাস্থল থেকে সরে পড়েন। একপর্যায়ে আন্দোলনকারীরা রাজপথ ত্যাগ করেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনার পর বিকেল ৪টা ও সাড়ে ৫টায় দুই দফা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন শাবিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে আটকা পড়ে শতশত যানবাহন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহানগর পুলিশের বিপুল সংখ্যক সদস্যসহ ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
অবরোধকালে শাবি’র প্রধান ফটকে কোটার বিরুদ্ধে ও বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে শ্লোগান দেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে তখন দুদিকে দীর্ঘ যানজট দেখা দেয়। শিক্ষার্থীরা স্লোগান দেন ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও লড়াই করো’ ইত্যাদি।
এর আগে বেলা ৩টায় ক্যাম্পাসে লাঠিসোটা হাতে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে তাদের আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন।
মঙ্গলবার সকাল থেকে শাবি ক্যাম্পাসে লাঠিসোটা নিয়ে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঠেকাতে তারা এ অবস্থান নেন। ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে বাশ, লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়। তবে শাবি ক্যাম্পাসে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
আন্দোলনের শাবি অংশের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, সারাদেশে আমাদের উপর পুলিশ ও ছাত্রলীগ হামলা চালাচ্ছে। আমাদের অনেকে মারা গেছেন। যতই হামলা-নির্যাতন চলুক আন্দোলন চলবেই। দাবি আদায় করেই আমরা রাজপথ ছাড়ব।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
কোটা সংস্কার আন্দোলনে সিলেটেও উত্তাপ
Description
কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারাদেশ উত্তপ্ত। উত্তাপ ছড়িয়েছে সিলেটেও। মঙ্গলবার দিনভর সিলেটের বিভিন্নস্থানে আন্দোলনকারীদের...
Author
sylheterawaz24
Publisher Name
sylheterawaz24
Publisher Logo