সিলেট ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

অসহায়-দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত : রোটারিয়ান বুলবুল

admin
প্রকাশিত জুলাই ৯, ২০২৪, ১১:১২ পূর্বাহ্ণ
অসহায়-দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত : রোটারিয়ান বুলবুল

নিজস্ব প্রতিবেদন: এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার,সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক,দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্ট পত্রিকার সিলেট ব্যুরো চিফ, আয়শা-সাজ্জাদ ফারুকী কল্যান ট্রাস্টের চেয়ারম্যান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন  ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং বিপদে সাহায্য করা ইসলামের শিক্ষা। ক্ষতিগ্রস্ত মানুষের  দুর্দিনে আর্থিক সহায়তা, খাবার, ত্রাণ ও পুনর্বাসন এবং চিকিৎসা সেবায় এগিয়ে আসা ইমানের দাবি। তিনি আরও বলেন

নামাজ, রোজা, হজ্ব জাকাতের মতো অসহায়-দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত।

তাই যাদের সামর্থ্য রয়েছে তাঁদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য  অসহায়-দুর্গত মানুষদের সাহায্যে এগিয়ে আসতে হবে।

তিনি  ৯ জুলাই মঙ্গলবার বিকেলে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের দেড় শতাধিক  দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপরোক্ত কথাগুলো বলেন।

আয়শা-সাজ্জাদ ফারুকী কল্যান ট্রাস্টের সদস্য সচিব সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর শামীম কামরুল এর  সভাপতিত্বে, যুব নেতা ফয়সাল আহমদের এর পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতবাঁক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নুর, সালিস ব্যক্তিত্ব হাজী জমির উদ্দিন, আব্দুল ওয়াহিদ, মাওলানা আব্দুর রহিম, হাজী আব্দুল করিম, সাংবাদিক আলিম উদ্দিন, শুয়েব আহমদ, হাফিজ আহমদ সুজন, যুবনেতা মিনহাজ উদ্দিন, বেবুল আহমদ,ছাত্রনেতা মতিউর রহমান, রাসেল আহমদ প্রমুখ।

For more information

আরো দেখুন|

Summary
অসহায়-দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত : রোটারিয়ান বুলবুল
Article Name
অসহায়-দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত : রোটারিয়ান বুলবুল
Description
এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, আয়শা-সাজ্জাদ ফারুকী কল্যান ট্রাস্টের চেয়ারম্যান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন...
Author
Publisher Name
sylheterawaz
Publisher Logo