সিলেট ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

ফ্রান্সের প্যারিসে পানিতে নেমেই অজ্ঞান ১৬ জন, হাসপাতালে ভর্তি

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪, ০৫:১৮ অপরাহ্ণ
ফ্রান্সের প্যারিসে পানিতে নেমেই অজ্ঞান ১৬ জন, হাসপাতালে ভর্তি

 মোহাম্মদ ফখরুজ্জামান, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের প্যারিস ১ এরিয়ায় অবস্থিত Ritz হোটেল থেকে উদ্ধার করে ১৬ জনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। BFMTV জানিয়েছে গত ৯ নভেম্বর শনিবার দুপুরে Ritz হোটেলের সুইমিংপুলে নামে ১১ জন পর্যটক। পানিতে নেমেই তারা একে একে অজ্ঞান হয়ে যায়। তাদেরকে বাঁচাতে সুইমিংপুলের পানি থেকে তুলে আনতে হোটেলের ৫ কর্মী পানিতে নামলে তাহারাও অজ্ঞান হয়ে যায়। পরে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে তাদের ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই বিষয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে সুইমিংপুলের পানিতে বিষাক্ত ক্লোরোফিল মিশানো ছিল। এই গ্যাসের ক্রিয়ার কারণে তাহারা অজ্ঞান হয়ে যায়। প্যারিস পুলিশ জানিয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।অসুস্থ’রা চিকিৎসাধীন হাসপাতালে আছেন।

 

For more information

আরো দেখুন|