সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

গাজায় ২৫ বছর পর পোলিও রোগী শনাক্ত

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৪, ০১:৫৯ অপরাহ্ণ
গাজায় ২৫ বছর পর পোলিও রোগী শনাক্ত

আওয়াজ ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৫ বছরের মধ্যে এবার প্রথম পোলিও রোগী শনাক্ত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গত শুক্রবার এ কথা জানিয়েছে।

ফিলিস্তিনের হাজারো শিশুকে টিকা দেওয়া নিশ্চিত করতে যুদ্ধ বন্ধে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বান জানানোর পর গাজায় পোলিও রোগী শনাক্তের খবর পাওয়া গেল।

রামাল্লায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পোলিও আক্রান্ত শিশুটির বয়স ১০ মাস। বাড়ি গাজার মধ্যাঞ্চলে। শিশুটিকে টিকা দেওয়া হয়নি। আর জর্ডানে পরীক্ষার পর শিশুটির পোলিও আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গাজায় চলমান যুদ্ধের ১১ মাস চলছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ২৫ বছরে গাজায় কোনো পোলিও রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শিশুটির উপসর্গ দেখে চিকিৎসকেরা পোলিও ধারণা করেছিলেন। পরে জর্ডানের রাজধানী আম্মামে প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা করা হয়। জানা যায়, চিকিৎসকদের ধারণা সত্য।

জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে, গাজা উপত্যকায় শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ মাসে টিকাদান কার্যক্রম শুরু হতে পারে। কিন্তু এ জন্য যুদ্ধবিরতি কার্যকর করা দরকার।

 

For more information

আরো দেখুন|

Summary
গাজায় ২৫ বছর পর পোলিও রোগী শনাক্ত
Article Name
গাজায় ২৫ বছর পর পোলিও রোগী শনাক্ত
Description
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৫ বছরের মধ্যে এবার প্রথম পোলিও রোগী শনাক্ত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গত শুক্রবার এ কথা...
Author
Publisher Name
sylheterawaz
Publisher Logo