সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ চান জার্মানির সরকারি কর্মকর্তারা

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ণ
ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ চান জার্মানির সরকারি কর্মকর্তারা

অবিলম্বে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করতে জার্মানির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির কয়েক শ সরকারি কর্মকর্তা। এ জন্য তাঁরা দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎজ ও অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীদের উদ্দেশ্যে বিবৃতি প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় যে অপরাধ করছে, তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটা জার্মানির সংবিধানেরও লঙ্ঘন। সরকারি কর্মকর্তা–কর্মচারী হিসেবে আমরা সংবিধানের প্রতি দায়বদ্ধ।

পাঁচ পাতার ওই বিবৃতিতে জার্মানির ফেডারেল সরকারের প্রায় ছয় শ কর্মকর্তা সমর্থন জানিয়েছেন।

বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েল দেশের বাইরে থেকে যে পরিমাণ অস্ত্র পায় তার ৯৯ শতাংশই যায় যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে। এ প্রেক্ষাপটে ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছেন জার্মান সরকারের কয়েক শ কর্মকর্তা।