সিলেট ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ইউরোপীয় ইউনিয়ন অধিকার এর মামলাটি নিবিড়ভাবে অনুসরণ করেছে: ইইএএস মুখপাত্র

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৯:০০ পূর্বাহ্ণ

mzamin

আওয়াজ ডেক্স :মানবাধিকার সংস্থা অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ড দেওয়ার একদিন পর এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর ডিপ্লোম্যাটিক সার্ভিস ‘ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিস’ (ইইএএস) এর মুখপাত্র। শুক্রবার (১৫সেপ্টেম্বর) ইইএএস এর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছেঃ ইউরোপীয় ইউনিয়ন অধিকার এর মামলাটি নিবিড়ভাবে অনুসরণ করেছে এবং অধিকারের নেতৃত্বের জন্য যথাযথ প্রক্রিয়ার প্রয়োজনীয়তা বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে বারবার উত্থাপন করেছে।ইইএএস মুখপাত্র বলেন, ইইউ অধিকারের নিবন্ধন বাতিলের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে। নিবন্ধন বাতিল করায় সংস্থাটির পক্ষে কাজ করা অত্যধিক কঠিন হয়ে পড়েছে।’প্রতিশোধের ভয়ভীতি ছাড়াই সুশীল সমাজের কাজ করার জন্য একটি সক্ষম পরিবেশ গড়ে তুলতে ইইউ বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছে’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়ঃ গণতান্ত্রিক সমাজের জন্য মত প্রকাশের স্বাধীনতা, মেলামেশার স্বাধীনতা এবং প্রাণবন্ত নাগরিক সমাজ থাকাটা অপরিহার্য।