সিলেট ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেটে ৬৪ বস্তা ভারতীয় চিনিসহ ১ চোরাকারবারী গ্রেফতার

Stuff
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৩, ০৫:৪৯ অপরাহ্ণ
সিলেটে ৬৪ বস্তা ভারতীয় চিনিসহ ১ চোরাকারবারী গ্রেফতার

সিলেট মহানগরী থেকে অবৈধ পথে আসা ভারতীয় চিনিসহ মঈনুল ইসলাম (২২) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ অক্টোবর) মহানগরীর এয়ারপোর্ট থানর ধোপাগুল পয়েন্ট থেকে ৬৪ বস্তা চিনিসহ তাকে গ্রেফতার করা হয়।

রোববার রাতে এসএমপির মিডিয়া শাখা থেকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, শনিবার এয়ারপোর্ট থানা এলাকার ধোপাগুলে আইন-শৃঙ্খলা রক্ষা অভিযান পরিচালনাকালে গাড়ী তল্লাশী করার জন্য একটি পিকআপ গাড়ী সিগন্যাল দেয় পুলিশ। এসময় পুলিশ দেখে গাড়ীর ড্রাইভার সহ আরো একজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে মঈনুল ইসলাম কে আটক করে। এসময় তার সাথে থাকা অপর ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ পালানোর কারণ জিজ্ঞাসা করলে সে কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় গাড়ি তল্লাশী করা হয়। তল্লাশীকালে গাড়ী থেকে ৬৪ বস্তা অবৈধ পথে আসা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিজ্ঞপ্তি: