সিলেট স্টেইট কলেজের মেধাবী শিক্ষার্থী, সিলেট জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী শহীদ আরিফ আহমেদ এর হত্যার প্রতিবাদ ও জড়িত খুনি হিরন মাহমুদ নিপুকে দ্রুত গ্রেফতারের দাবীতে মাননববন্ধন এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২রা জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট সচেতন মহলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত ছাত্রলীগ কর্মী আরিফের মা আঁখি বেগম এর সভাপতিত্বে ও জুয়েল আহমদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা জজকোর্ট সিনিয়র আইনজীবী ওবায়দুর রহমান, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, শহিদুল ইসলাম, শাকিল আহমদ, মনোয়ারা বেগম, পারুল বেগম, জাহানারা বেগম, মইনুল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কতিপয় কর্তাব্যক্তির প্রভাব খাটিয়ে কাউন্সিলর নিপু গ্রেফতার এড়িয়ে চলেছেন। আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকা সত্বেও সংশ্লিষ্ট থানা পুলিশ তাকে গ্রেফতার করছে না। ফলে নিহত আরিফের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। প্রাণ ভয়ে তারা বাড়ি ঘর ছেড়ে ভবঘুরে দিনযাপন করছেন। বক্তারা নিহত আরিফ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার জোর দাবি জানান।
For more information
আরো দেখুন|
Summary
Article Nameআরিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন
Descriptionছাত্রলীগ কর্মী আরিফ হত্যার প্রতিবাদে ও নিপুকে গ্রেফতারের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন...
Author sylheterawaz
Publisher Name sylheterawaz
Publisher Logo