মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে কয়েকটি ডায়গনস্টিক সেন্টার, ক্লিনিক, ফার্মেসী ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মডার্ণ ডায়গনস্টিক সেন্টার ও আজাদ ডায়গনস্টিক সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মান-সম্পন্ন প্যাথলোজি পরীক্ষার যন্ত্রাংশ না থাকার কারণে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়
এদিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজারের একটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিয়াজ মাহমুদ তমাল, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও কানাইঘাট থানা পুলিশের একটি টিম