সিলেট ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অবৈধভাবে আসা ৫ লাখ টাকার ভারতীয় চিনিসহ মিনি ট্রাক আটক 

Stuff
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ণ
অবৈধভাবে আসা ৫ লাখ টাকার ভারতীয় চিনিসহ মিনি ট্রাক আটক 

আওয়াজ প্রতিবেদক:: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে সোয়া ৫ লাখ টাকা ভারতীয় চিনি ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

মহানগর পুলিশের গণমাধ্যমশাখা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-২ গোপন সংবাদের বাবনা পয়েন্টেস্থ পদ্মা অয়েল কোম্পানীর ডিপোর মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযানে মিনি ট্রাক গাড়িটি আটক করে। গাড়িতে থাকা অজ্ঞাত ব্যক্তিরা ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। তাদের পিছু ধাওয়া করেও আটক করা যায়নি। উপস্থিত সাক্ষীদের সামনে আনুমানিক সোয়া ৫ লক্ষ টাকা মূল্যের একশত পাঁচবস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। সাথে হলুদ-নীল মিনিট্রাক (ঢাকা মেট্রো ড-১১-৪৮১৪) জব্দ করা হয়। এগুলো পুলিশ হেফাজতে রয়েছে।

অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দক্ষিণ সুরমা থানায় মামলা (নং-২২(১২)২৩) দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।