মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান বলেন, ‘পল্লীবিদ্যুৎ কার্যালয়ে ভাঙচুরের বিষয়টি দুঃখজনক। শ্রমিকদের আশ্বাস দিয়েছিলাম, প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে মাধবদীর বিদ্যুৎ সমস্যার সমাধান বের করব। তাঁদের ফিরে যেতে অনুরোধ করেছিলাম, শুনেনি।’
এ বিষয়ে বক্তব্য জানতে নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১–এর মহাব্যবস্থাপক আবু বকর শিবলীর ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে পল্লীবিদ্যুৎ কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করেছেন টেক্সটাইল শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঠিক কয়জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন, এখনই বলা যাচ্ছে না।