সিলেট ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফ্রান্সে জাতীয় কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ১১:২১ অপরাহ্ণ
ফ্রান্সে জাতীয় কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

কাওছার আদিল চৌধুরী,  ফ্রান্স : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উদযাপিত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে । এ উপলক্ষে আলোচনা সভা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিস-এর উদ্যোগে অভারভিলার একটি হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক আহ্বায়ক সাংবাদিক তাজ উদ্দীন। সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবি সোহেল আহমদ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ও সারা বাংলা নেট ফ্রান্স প্রতিনিধি সাংবাদিক নজমুল হক।
প্রধান অতিথি (ভার্চুয়ালি) ছিলেন কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ই* শিবলী। তিনি বলেন, “নজরুল আমাদের জাতীয় প্রেরণার উৎস। তাঁর লেখনীতে বিদ্রোহ, মানবতা ও সাম্যের অগ্নিস্ফুলিঙ্গ আজও সমান প্রাসঙ্গিক।”
কবিতা আবৃত্তি করেন লোকমান আহমদ আপন, * রেজাউল হায়দার, সংগীত শিল্পী ও কবি ইশরাত ফ্লোরা,* এবং ক্ষুদে আবৃত্তিকার রামিসা*)।
উপস্থিত ছিলেন এন টিভি প্রতিনিধি আবুল কালাম মামুন, ডিবিসি’র প্রতিনিধি ইকবাল মাহমুদ, সাংবাদিক সাইফুল ইসলাম রনি, তরুণ যুবনেতা জুয়েল আহমদ, গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশনের পরিচালক সামাদুর রহমান অপু, সুহেল আহমদ প্রমুখ।
আলোচনা ও আবৃত্তি শেষে জাতীয় কবির আত্মার মাগফেরাত কামনা করা হয়। *