স্টাফ রিপোর্টার: রবিবার (৪ আগস্ট) সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হওয়া আহত এক যুবক মারা গেছেন। তার নাম কামরুল ইসলাম পাভেল। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কানিশাইল গ্রামের ফারুক আলীর ছেলে।
সোমবার (৫ আগস্ট) বিকালে পাভেল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম।
আজ মঙ্গলবার মরহুমের জানাযার নামাজ তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার চলমান সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিন রবিবার সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগে মহানগরসহ প্রায় পুরো সিলেট ছিলো অগ্নিগর্ভ। জেলার গোলাপগঞ্জ উপজেলায় সংঘর্ষে পুলিশ-বিজিবির গুলিতে ৬ জন মারা গেছেন। মহানগরসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত হয়েছেন পুলিশসহ ৫ শতাধিক। বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
সিলেটে ছাত্র-জনতা, পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
Description
রবিবার (৪ আগস্ট) সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হওয়া আহত এক যুবক মারা গেছেন...
Author
sylheterawaz24
Publisher Name
sylheterawaz24
Publisher Logo