জকিগঞ্জ প্রতিনিধি:: ১১ ফেব্রুয়ারি রবিবার আটগ্রাম জকিগঞ্জ রোডের পাশে খুশির খালে ৮ম শ্রেণির ছাত্র মোশাররফের লাশ পাওয়া যায়।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাত ৮ টায় পাশ্ববর্তীগ্রাম নান্দিশ্রী ঈদগাহ মাঠে ওয়াজ শুনতে গিয়ে গোলাম মোস্তুফা চৌঃ একাডেমির ৮ম শ্রেণির ছাত্র মোশাররফ নিখোঁজ হয়। তিনদিন তাকে খুঁজে না পেয়ে তার পিতা জামিল চৌধুরী জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখুঁজ হওয়া মোশাররফ এওলাসার গ্রামের জামিল আহমদ চৌধুরী ও কুলসুমা বেগমের পুত্র।
মোশাররফের নিথর দেহ জকিগঞ্জ থানা উদ্ধার করেছে এবং বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বাস প্রদান করে।