আওয়াজ প্রতিবেদক:: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়নের কোনো বিকল্প নেই। গণতন্ত্র খায় না, মানুষ চর্চা করে। আমরা গণতন্ত্র চর্চা করি। এরমূল কাজ হচ্ছে ভোট। যারা ভোট বিশ্বাস করে, জনগণের রায় বিশ্বাস করে, যাদের রাজনৈতিক দল আইনানুগভাবে গঠিত আমরা আশা করি তারা তাদের দায়িত্ব হিসেবে নির্বাচনে আসবে।
শুক্রবার (২৭অক্টোবর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির আয়োজিত নতুন কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ লেন্স’র মোড়ক উন্নোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের দেশে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেটার সমাধান আমরাই করব। অন্য কাউকে ডেকে এনে খাল কেটে কুমির আওয়ামী লীগ আনবে না। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। অনেক বাধা বিপত্তি অতিক্রম করেছে। অনেকেই তখন আমাদের সাথে ছিলো না। তাদের প্রতি ক্ষোভ-রাগ নেই।
আগামীকালের বিরোধী দলগুলোর সমাবেশকে ইঙ্গিত করে পরিকল্পনামন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে মনে করছি কোনো সংঘর্ষ হবে না। ২৮ এর পরে ২৯ হবে।অন্যান্য সাধারণ দিনের মতো হবে। তবে এ দিন কেউ যদি দলগত ভাবে সহিংসতা চালায়, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।