সিলেট ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভাতকাণ্ডেই কি ডিবির দায়িত্ব থেকে সরতে হলো হারুনকে?

admin
প্রকাশিত আগস্ট ১, ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ণ
ভাতকাণ্ডেই কি ডিবির দায়িত্ব থেকে সরতে হলো হারুনকে?

আওয়াজ ডেস্ক: পদোন্নতি পেয়ে ২০২২ সালের ১২ জুন ডিএমপির ডিবি প্রধান হিসেবে যোগদান করেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ। এ পদে ছিলেন প্রায় দুই বছর এক মাস। এর মধ্যে অনেক সমালোচনারও জন্ম দিয়েছেন তিনি। অবশেষে তার ভাত কাণ্ড নিয়ে আদালতের উষ্মা প্রকাশের পর তাকে সরিয়ে দেওয়া হলো ডিএমপির গুরুত্বপূর্ণ এ পদ থেকে। সংযুক্ত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে। প্রশ্ন উঠেছে ভাতকাণ্ডেই কি বদলি হতে হলো হারুনকে?

দুই বছর ডিবি প্রধান হিসেবে দায়িত্বপালন করতে গিয়ে অনেক রাজনৈতিক নেতা, সেলিব্রেটি ও ছাত্রনেতাদেরকে নিজ অফিসে নিয়ে ভাত খাইয়েছেন হারুন অর রশীদ। আবার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেছেন। এ নিয়ে ব্যাপক আলোচিত সমালোচিতও ছিলেন তিনি। অনেকে রসিকতার ছলে ডিবি অফিসের সেই ডাইনিং রুমকে ‘হারুনের ভাতের হোটেল’ বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি একটি সুপরিচিত নামও ছিল। যদিও এসব মন্তব্যকে ইতিবাচক হিসেবেই নিতেন হারুন।

ভাতের হোটেল নামটি প্রথম আলোচনায় আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভাত খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর। গত বছর ২৯ জুলাই দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে খাবার খান গয়েশ্বর। হাসিমুখে ডিবি প্রধানের সঙ্গে তার খাবার খাওয়ার ছবি ও ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, হারুন অর রশীদ নিজে গয়েশ্বরের প্লেটে খাবার তুলে দিচ্ছেন।

জানা যায়, ওইদিন খাবারের মেন্যুতে ছিল খাসির মাংস, মুরগির মাংস, একাধিক মাছের তরকারি, রোস্ট ও সবজি। এছাড়া আম, মালটা, আঙ্গুর ও ড্রাগন ফলও ছিল খাবারের টেবিলে। মধ্যাহ্নভোজ শেষে ডিবির একটি সাদা গাড়িতে করে গয়েশ্বর চন্দ্র রায়কে তার বাসায় পৌঁছে দেন ডিবি সদস্যরা।

বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীকেও মধ্যাহ্নভোজ করিয়েছন ডিবি প্রধান। গত বছর ২৯ আগস্ট ব্যক্তিগত কাজে ডিবি কার্যালয়ে গেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে দুপুরের খাবার খাওয়ান ডিবি প্রধান হারুন।

নিতাই রায়ের খাবার মেন্যুতে ফলের পাশাপাশি মাছ, মাংস ও ভাতের ব্যবস্থা ছিল। ওইদিনও ডিবিপ্রধান নিজ হাতে খাবার তুলে দিয়ে বিএনপি নেতাকে আপ্যায়ন করেন।

 

বিভিন্ন সময়ে খাওয়ানোর ছবি ভাইরালের পর ডিবি কার্যালয়কে ‘ডিবির ভাতের হোটেল’ বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন। তবে এসব মন্তব্যকে ইতিবাচক হিসেবে নিতেন হারুন। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের বক্তব্য- ‘এটা রসবোধের প্রশ্ন। বাঙালি একটা রসবোধসম্পন্ন জাতি। সাহিত্যে রসবোধের প্রয়োগ আমাদের মনের খোরাক জোগায়। আমি মনে করি, এটা রসবোধপ্রবণ একটি বিষয় যে ডিবি ভাত খাওয়ায়।

তবে সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে নিরাপত্তার নামে তুলে নিয়ে ভাত খাইয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন হারুন। কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে তাদেরকে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে ‘মশকরা’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

 

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির ব্যাপারে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা।

সোমবার (২৯ জুলাই) রিটের শুনানির সময় রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আদালত হারুনকে উদ্দেশ্য করে ওই মন্তব্য করেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী আদালতকে বলেন, আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা দিতে হেফাজতে নেওয়া হয়েছে। টিভিতে দেখানো হয়েছে তাদেরকে লাঞ্চ করানো হচ্ছে। তারা ডিবি কার্যালয়ে কাঁটা-চামচ দিয়ে খাচ্ছেন এই ছবি প্রকাশ হয়েছে।

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ বলেন, ‘জাতিকে নিয়ে মশকরা করবেন না।’

জানা গেছে, একই দিন রাতে গণভবনে ১৪ দলের বৈঠকে হারুনের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনেন এক জোট নেতা। জবাবে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘হারুন সব সময় উল্টাপাল্টা কাজ করে। তাকে দ্রুতই বদলি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হবে।’

এর দুদিন বাদেই পদ হারালেন হারুন। রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মতে ভাতকাণ্ডের কারণেই তার ডিবি প্রধান হিসেবে তার কর্মজীবনের ইতি ঘটল।

 

 

For more information

আরো দেখুন|

Summary
ভাতকাণ্ডেই কি ডিবির দায়িত্ব থেকে সরতে হলো হারুনকে?
Article Name
ভাতকাণ্ডেই কি ডিবির দায়িত্ব থেকে সরতে হলো হারুনকে?
Description
পদোন্নতি পেয়ে ২০২২ সালের ১২ জুন ডিএমপির ডিবি প্রধান হিসেবে যোগদান করেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ। এ পদে ছিলেন প্রায় দুই বছর...
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo