সিলেট ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বৃষ্টি উপেক্ষা করে ২৮ জেলায় শিক্ষার্থীদের গণমিছিল

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ণ
বৃষ্টি উপেক্ষা করে ২৮ জেলায় শিক্ষার্থীদের গণমিছিল

আওয়াজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি গতকাল শুক্রবার দেশের কমপক্ষে ২৮ জেলায় পালিত হয়েছে। ৬টি স্থানে সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটলেও বাকি ২২ জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। বৃষ্টি উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীরা নামেন রাস্তায়। এ সময় বেশ কিছু স্থানে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও নানা শ্রেণি–পেশার মানুষও কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে শিক্ষার্থীরা ছাত্রহত্যার বিচার, গ্রেপ্তার ছাত্রদের মুক্তি, হয়রানি বন্ধসহ ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি ‘প্রার্থনা ও ছাত্র–জনতার গণমিছিল’ শুরু হয় গতকাল জুমার নামাজের পর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

বেলা সাড়ে তিনটার দিকে বিভিন্ন দিক থেকে ছাত্ররা খণ্ড খণ্ড মিছিল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ মোড়ে এসে জড়ো হন। পথসভা চলাকালে আন্দোলনকারীরা ছাতা উল্টিয়ে মাথায় ধরেন।

এ সময় আন্দোলনকারীদের মধ্যে নেতৃস্থানীয় একজন বলেন, ‘আমরা আজ বৃষ্টিতেই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আর বৃষ্টির মধ্যে আমরা আমাদের ছাতা উল্টো করে ধরে একটা কর্মসূচি করছি। এটার অর্থ হচ্ছে, আমাদের ছাতা আছে; কিন্তু এটা আমাদের কোনো কাজে আসছে না। আমাদের বৃষ্টিতে ভিজতেই হচ্ছে। একইভাবে রাষ্ট্র হচ্ছে একটা ছাতার মতো, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য; কিন্তু রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে না।’

 

For more information

আরো দেখুন|

Summary
বৃষ্টি উপেক্ষা করে ২৮ জেলায় শিক্ষার্থীদের গণমিছিল
Article Name
বৃষ্টি উপেক্ষা করে ২৮ জেলায় শিক্ষার্থীদের গণমিছিল
Description
কমপক্ষে ২৮টি জেলায় গণমিছিল কর্মসূচি হয়েছে। ৬টি স্থানে সংঘাত। ২২ জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে...
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo