সিলেট ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

জামিন পেলেন সিলেটের সাবেক এমপি ইয়াহইয়া

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ণ
জামিন পেলেন সিলেটের সাবেক এমপি ইয়াহইয়া

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে গ্রেফতারের একমাস পর জামিনে মুক্ত পেয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী।

বুধবার বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। এর আগে গত ১২ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে র‌্যাব-১ ও র‌্যাব-৯-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ইয়াহইয়া চৌধুরীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে গত ২ অক্টোবর সিলেটের কোতোয়ালী থানায় মামলা হয়।

ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ আসনটি নিজেদের প্রার্থী দেয়নি। ওই নির্বাচনে নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ ওই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি ইয়াহইয়া। ওই আসনটি থেকে নির্বাচিত হন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।