মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা শহরসহ জেলাজুড়ে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সম্প্রতি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যকার সংঘর্ষে বিচ্ছিন্ন হামলায় এসব ঘটনা ঘটে। পরবর্তীতে আ’লীগ ক্ষমতাচ্যুত হলে আরেক ধাপের বিচ্ছিন্ন ঘটনায় জেলাজুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।
এসব ঘটনায় শ্রীমঙ্গল উপজেলায় সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহিদের বাসায় ভাংচুর, শ্যামলী বাস কাউন্টার, শ্যামা মিষ্টি ভান্ডার ভাংচুর, কমলগঞ্জ উপজেলায় ওই মন্ত্রীর বাগানবাড়ি ও ময়না চত্বর ভাংচুর করা হয়। তবে এসব ঘটনায় জেলায় কয়েক শতাধিক মানুষ গুরুতর জখম থাকলেও এখনো কেউ মারা যায়নি।
এদিকে, জেলার বড়লেখা উপজেলায় সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন’র বাড়ি ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শেখ মুজিবের ম্যুরাল ভাংচুর করা হয়। জেলা শহরের আ’লীগ নেতা মোহাম্মদ আব্দুল রহীম শহিদের বাসভবন ও ব্যবসায়ী স্থাপনা এমআর টাওয়ারে ভাংচুর, মৌলভীবাজার সদর মডেল থানা ও থানার গাড়ি ভাংচুর, দূরপাল্লার এনা বাসসহ ৩টি গাড়ি, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের চৌমুহনাস্থ বাসার গাড়িতে অগ্নিসংযোগ ও চৌমুহনা এলাকার ম্যানেজার স্টল ও রাধিকা স্টল ভাংচুর করা হয়।
এছাড়াও জেলার কুলাউড়া উপজেলায় সবচেয়ে বেশি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কুলাউড়া ডাক বাংলো, উপজেলা পরিষদ, পৌরসভা, কুলাউড়া থানা, দোকানপাটসহ শুধু কুলাউড়ায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকার। রাজনগর উপজেলা অডিটোরিয়াম, জুড়ী উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনির বাসায় হামলা করা হয়। স্থানীয়দের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তারা জানান, এসব বিচ্ছিন্ন ঘটনায় জেলায় সর্বনিম্ন ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মৌলভীবাজার জেলায় দায়িত্বরত সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট-১৮ এর অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহিম বৃহস্পতিবার এ প্রতিবেদককে বলেন, মৌলভীবাজার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্য জেলার তুলনায় এ জেলার পরিস্থিতি শান্ত আছে। যেগুলো ঘটেছে, সেগুলো বিচ্ছিন্ন ও রাজনৈতিক ঘটনা। বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক অবস্থান নিয়ে মাঠে কাজ করছে।
For more information
আরো দেখুন|
Summary
Article Nameমৌলভীবাজারে ভাংচুর-অগ্নিসংযোগে ৬ কোটি টাকার ক্ষতি
Descriptionমৌলভীবাজার জেলা শহরসহ জেলাজুড়ে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সম্প্রতি ছাত্র আন্দোলনকে...
Author sylheterawaz
Publisher Name sylheterawaz
Publisher Logo