যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, ডেনমার্কসহ বাংলাদেশে নিযুক্ত বেশির ভাগ দূতাবাসই তাদের সাধারণ কার্যক্রম শুরু করেছে। গত সপ্তাহে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) তাদের অফিশিয়াল ওয়েবসাইটে সাময়িক কার্যক্রম চালু হওয়ার ঘোষণা দিলেও তারা আপাতত কোনো ধরনের ভিসা ফরম জমা নিচ্ছে না, শুধু আগে জমা করা পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে।
প্রতিনিয়ত ই–মেইল দিয়েও তাঁদের পক্ষ থেকে উত্তর পাচ্ছেন না বেশির ভাগ শিক্ষার্থী। ট্যুরিস্ট ভিসা আপাতত বন্ধ রাখলেও শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট ডাবল এন্ট্রি ভিসা কার্যক্রম শিগগিরই খুলে দেওয়া উচিত বলে মনে করছেন বিদেশ গমন–ইচ্ছুক শিক্ষার্থীরা। তা না হলে বড় অঙ্কের ক্ষতি গুনতে হবে তাঁদের।