স্টাফ রিপোর্টার: রোটারি ক্লাব সিলেট নর্থের ২০২৪–২৫ রোটারি বর্ষের প্রথম রেগুলার মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ একটি অভিজাত রেস্তোরায় এই মিটিং অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের বর্তমান সভাপতি প্রকৌশলী পনির আলম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন রোটারি বর্ষের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।
রোটারি ক্লাব অব সিলেট নর্থের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ব্যাংকার মো. সালেহ আহমদ আগামী দিনে ক্লাবের কর্মসূচি এগিয়ে নিতে দিকনির্দেশনা দেন। ক্লাবের রেগুলার মিটিংয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী মঈনুল খালিক, জাহেদ আহমদ চৌধুরী, আবুল কালাম আজাদ ও নাসির আহমদ সিরাজি।
রোটারি ক্লাব অব সিলেট নর্থের প্রেসিডেন্ট প্রকৌশলী পনির আলম হাওলাদার বলেন, রোটারির সেবামুলক কর্মসূচি এগিয়ে নিতে হলে ক্লাবের ভিত্তি মজবুত করতে হবে। ক্লাব সদস্যদের সক্রিয় হতে হবে। সকলের ঐকান্তি প্রচেষ্টায় রোটারি ক্লাব অব সিলেট নর্থ যেনো মানবতার ফেরিওয়ালা হয়ে উঠতে পারে।
ক্লাব মিটিংয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, আইপিপি মো. চাঁন মিয়া, ইলেক্ট প্রেসিডেন্ট সাংবাদিক তুহিন আহমদ, প্রকৌশলী আশরাফুল আলম প্রমুখ।
মিটিংয়ে ক্লাব ট্রেজারার প্রকৌশলী জীবন আলম হাওলাদার রোটারি ২০২৪–২৫ বছরে গৃহীত কর্মপরিকল্পনার বাজেট পেশ করেন।
প্রথম ক্লাব মিটিংয়ে রোটারি ক্লাব অব সিলেট নর্থের ২০২৪–২৫ রোটারি বর্ষের নির্বাচিত সভাপতি প্রকৌশলী পনির আলম হাওলাদার, ক্লাব সেক্রেটারি উদ্যোক্তা কাজী ওমর ফারুক এবং ক্লাব ট্রেজারার প্রকৌশলী জীবন আলম হাওলাদারকে অভিনন্দন জানানো হয়।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
রোটারি ক্লাব সিলেট নর্থ এর প্রথম রেগুলার মিটিং অনুষ্ঠিত
Description
রোটারি ক্লাব সিলেট নর্থের ২০২৪-২৫ রোটারি বর্ষের প্রথম রেগুলার মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ...
Author
sylheterawaz
Publisher Name
sylheterawaz
Publisher Logo