সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র-ইরান বন্দিবিনিময় প্রক্রিয়া শুরু, ৬০০ কোটি ডলার ছাড়

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০১:০১ অপরাহ্ণ

 

যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচিত বন্দিবিনিময়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়ার শর্তের অংশ হিসেবে ইতিমধ্যে জব্দ করা ইরানের ৬০০ কোটি ডলার কাতারের ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা এসব অর্থ প্রথমে সুইজারল্যান্ডের একটি ব্যাংকে স্থানান্তর করা হয়।

সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশের ৫ জন করে ১০ বন্দীকে মুক্তি দেবে। কাতারের রাজধানী দোহায় এই বন্দিবিনিময় অনুষ্ঠিত হবে। বন্দিবিনিময়ের এই সমঝোতায় মধ্যস্থতা করছে কাতার।

অর্থ স্থানান্তরের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সাংবাদিকদের জানান, আজ সোমবার দিন শেষের আগেই বন্দিবিনিময়ের প্রক্রিয়া সম্পন্ন হবে।

কানানি বলেন, আজই এটা হতে যাচ্ছে। পাঁচ বন্দী ইরানি নাগরিক যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাবেন।

এদিকে রয়টার্স জানিয়েছে, ইরানে বন্দী থাকা যুক্তরাষ্ট্রের পাঁচ নাগরিককে মুক্তি দেওয়ার অংশ হিসেবে প্রথমে তাঁদের তেহরান বিমানবন্দরে নেওয়া হবে। এরপর সেখান থেকে তাঁদের কাতারের দোহায় আনা হবে। বন্দীরা সুস্থ আছেন বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা।