স্টাফ রিপোর্টার: নাশকতা সৃষ্টির অভিযোগের মামলায় সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সুমেল মিয়া এবং সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের প্রকাশনা ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহান শাহরিয়ার ফাহিম।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ বলেন, বুধবার দুপুর দেড়টায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট থেকে সুমেল মিয়াকে এবং হাসননগর ছাত্রশিবিরের একটি মেস থেকে ফারহানকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বরে নাশকতার মামলা হয়েছিল। তারা কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢুকে নাশকতার চেষ্টা করছিল। এ কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতা গ্রেফতার
Description
নাশকতা সৃষ্টির অভিযোগের মামলায় সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ সরকারি...
Author
sylheterawaz24
Publisher Name
sylheterawaz24
Publisher Logo