স্টাফ রিপোর্টার :পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের এসিস্ট্যান্ট গভর্ণর, এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার ,সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক সীমান্ত নিউজ এর সম্পাদক মন্ডলীর সভাপতি,কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান শাহাজাহান সেলিম বুলবুল পিএইচএফ, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
সাংবাদিক রোটারিয়ান বুলবুল এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলিম উম্মাহর জন্য নিয়ে আসে সুখের বার্তা।
পবিত্র এই দিনে সিলেটের প্রত্যেক নাগরিক যেন সমভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারে এটাই আমার প্রত্যাশা থাকবে। তিনি বলেন, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেককে সব সময় সংযমী হয়ে গরিব, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের সহযোগিতার মনমানসিকতা নিয়ে এগিয়ে আসার আহবান জানান।পাশাপাশি দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর পাকের রহমত কামনা করেন।