সিলেট ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ধুপাগোলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Stuff
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৩, ০৯:৫০ অপরাহ্ণ
ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ধুপাগোলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আওয়াজ প্রতিবেদক:: ফিলিস্তিনে ইহুদিবাদী ইজরাইলের বর্বর হামলার প্রতিবাদে সিলেট সদর উপজেলার ধোপাগুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ নবেম্বর) খাদিমনগর ইসলামি যুবপরিষদ এর উদ্যোগে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি ধোপাগুল এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার পয়েন্টে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জামেয়া আবূহুরায়রা আল-ইসলামিয়া মহালদিক মাদ্রাসা ও ধুপাগোল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা মিছিল সহকারে যোগদান করেন। এতে এলাকাবাসী সহ সর্বস্তরের সহস্রাধিক মুসলিম জনতার অংশ নেন।

সংগঠনের সম্পাদক শামিম আহমেদ সাজ্জাদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিপলু আহমেদ। সভায়  বক্তারা বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে যাযাবর ইহুদিবাদী ইজরাইলীরা ৭০ বছর ধরে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর নির্বিচারে অত্যাচার, নির্যাতন চালিয়ে হত্যা করছে। স্বাধীন ফিলিস্তিনের ভূখণ্ডে জোরপূর্বক জায়গা ও মুসলমানদের প্রথম কেবলা মসজিদ-উল-আকসা দখল করে রেখেছে। সম্প্রতি তারা আবারো ফিলিস্তিনের ভূখণ্ডে মুহুর্মুহু বোমা হামলা চালিয়ে বাড়িঘর, অফিস-আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ মাটিতে মিশিয়ে দিচ্ছে। বেসামরিক নারী-পুরুষ ও শিশুদের রক্তাক্ত করছে। হত্যা করছে।

তাদের চিকিৎসা নেয়ার সুযোগ পর্যন্ত দিচ্ছে না। খোলা আকাশের নিচে মুসলমান নারী ও শিশুরা চিৎকার করে আর্তনাদ করছে। তাদের সহায়তা করতে কেউ এগিয়ে আসছে না। মুখে মানবতার ঝড় তুললেও বিশ্বমোড়ল আমেরিকা উল্টো ইজরাইলকে অস্ত্র দিয়ে সহায়তা করছে। বাংলাদেশে ইসরাইলের সকল পণ্য বর্জন করুন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামেয়া আমিনিয়া হাজিরনগর মংলিপার মাদ্রাসার পিন্সিপাল- মাওলানা মাহমুদুল হাসান, জামেয়া আবূহুরায়রা রা. আল-ইসলামিয়া মহালদিক মাদ্রাসার ভারপ্রাপ্ত পিন্সিপাল- মাওলানা ইয়াহিয়া খান, নাজিমে তালিমাত: মুফতি বদরুল ইসলাম, খাদিমনগর ইসলামি যুবপরিষদ এর উপদেষ্টা হাবিবুর রহমান (পংকি), সৈয়দ মোঃ সালেহ আহমদ শাহনাজ, আমিনুর রহমান আল-আমীন, মাওলানা মুক্তার হোসেন, যুবসংঘটক মোঃ মোক্তার হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলার বাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সাইফুল ইসলাম, কাওসার আহমেদ, এবাদুর রহমান, রাজন আহমদ রাজু, আব্দুর রহিম প্রমুখ।