সিলেট ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

পুলিশের ধাওয়াতে জিলু’র মৃত্যু; ভাগনার মামলা দায়ের

Stuff
প্রকাশিত নভেম্বর ২, ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ণ
পুলিশের ধাওয়াতে জিলু’র মৃত্যু; ভাগনার মামলা দায়ের

আওয়াজ প্রতিবেদক:: বিএনপির ডাকা অবরোধ চলাকালে সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা দিলু আহমেদ জিলু (৪০)  নিহতের ঘটনায় মামলা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) রাতে নিহতের ভাগনা ভগ্নিপতি সোহেল আহমদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ মামলায় কারো নামোল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।

জানা যায়, বিএনপি-জামায়াদের অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে যুবদলের নেতা-কর্মীরা অবরোধের সমর্থনে অবস্থান নেন। ওখানে উপস্থিতি ছিলেন দিলুও। তখন পুলিশ তাদের ধাওয়া করলে সবাই দৌঁড়ে পালাতে থাকেন। দিলু আহমদও সঙ্গে থাকা মোটরসাইকেলে স্থান ত্যাগ করতে রওনা হন। এ সময় তার মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে দিলু গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের গাড়িতে করে দিলুকে নিয়ে যায়। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে দিলুর মৃত্যু হয়।

দিলুর ভাই মো. বুলু মিয়া বলেন, পাঁচ ভাইয়ের মধ্যে দিলু সবার ছোট। দিলু সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে জানান তিনি।

ময়নাতদন্ত শেষে দিলুর লাশ বুধবার দুপুরে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং বিকালে জানাযা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, দিলুর মৃত্যুর প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে অবরোধের পাশাপাশি সকাল-সন্ধ্যা হরতালও পালন করে সিলেট যুবদল।