সিলেট ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলক্ষেতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০২৪, ০৬:১২ অপরাহ্ণ
নীলক্ষেতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে

রাজধানীর নীলক্ষেত এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে এই সংঘর্ষ শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা দুইটার পর থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারী। বিকেল পাঁচটা পর্যন্ত আন্দোলনকারীদের কাছ থেকে কিছুটা দূরত্বে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে ছিল পুলিশ। তবে বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করে আন্দোলনকারীদের ওপর চড়াও হন পুলিশ সদস্যরা। পরে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়।

পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছে। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট–পাটকেল ছুড়ছে। পুলিশ হামলার পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে তিনদিকে অবস্থান নিয়েছে। এর মধ্যে একটি অংশ ইডেন মহিলা কলেজের ফটকে, আরেকটি অংশ নিউমার্কেটের এক নম্বর ফটক এবং অপর আরেকটি অংশ নিউমার্কেটের তিন নম্বর ফটকের সামনে অবস্থান নিয়েছেন। টিয়ারশেল থেকে বাঁচতে আন্দোলনকারীরা সড়কে আগুন জ্বালিয়ে দিয়েছেন। বিকেল পৌনে ছয়টার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল।