আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ বোর্ড কর্তৃক অনুমোদিত কুরআন প্রশিক্ষণ কেন্দ্র তা’লীমুল কুরআন মাদ্রাসা এন্ড এরাবিক লার্নিং সেন্টার এর শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠান ৫ এপ্রিল শুক্রবার বিকালে সিলেট নগরীর প্রান্তিক-১১, ফাজিলছিশত, পূর্ব সুবিদবাজারস্থ মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
তা’লীমুল কুরআন মাদরাসা এন্ড এরাবিক লার্নিং সেন্টারে প্রতিষ্ঠাতা মাওলানা মঈনুল ইসলাম কোম্পানীগঞ্জির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সায়ীদ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈদেশিক সংবাদদাতা সমিতির সিলেটের সভাপতি খালেদ আহমদ, সিলেটের ডাক’র চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফাজিলচিশত আ/এ উন্নয়ন কল্যাণ সমিতির সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, আমান ট্র্যাভেলস,রোজভিউ, সিলেটের পরিচালক রাহেল আহমদ।
তা’লীমুল কুরআন মাদরাসা এন্ড এরাবিক লার্নিং সেন্টারে সহকারী পরিচালক মাওলানা ঈসা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা ওলিউর রহমান, হাফিজ আমির হুসাইন, হাফিজ ইলিয়াস, সাংবাদিক জাকির আহমেদ, রফিক আহমেদ, মো: মিজানুর রহমান রুম্মন, আবুবাকার সিদ্দিক, হাফসা খাতুন, ফাতিমা জাহরা সামি প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ উসমান গণী। শেষে দোয়া পরিচালনা করেন ফাজিলচিশত আবাসিক এলাকা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মউসুফ আহমেদ।