সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগ নেতা মিঠুন দত্ত আর নেই

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ণ
ছাত্রলীগ নেতা মিঠুন দত্ত আর নেই

নিজেস্ব প্রতিনিধি :
সিলেট মহানগর ছাত্রলীগ কর্মী মিঠুন দত্ত (৩২) নামের একজন কর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মিঠুন দত্ত ওই ছাত্রলীগ কর্মীর বাড়ি সিলেট মহানগরের বর্ধিত এলাকার মৈয়ারচর গ্রামে। তিনি ওই গ্রামের নেপাল দেবের ছেলে।

জানা যায়, মিঠুন দত্ত সোমবার (২১ আগস্ট) সিলেট আওয়ামী লীগ আয়োজিত ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে তিনি হৃদরোগে আক্রন্ত হন। তৎক্ষণাৎ মিঠুনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। পরে রাতেই তার সৎকার অনুষ্ঠান হয়।

এদিকে, মিঠুন দত্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট মহানগর ছাত্রলীগ। এক শোকবার্তায় বলা হয়- মিঠুনের এমন আকস্মিত মৃত্যুতে সিলেট মহানগর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।