সিলেট সোসাইটির আলোচনা সভা ক্ষুধার্তকে খাবার দেওয়া পুণ্যের কাজ সহানুভূতি ও মানবিকতার পরিচয় – ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান
সিলেট সোসাইটির আলোচনা সভা ক্ষুধার্তকে খাবার দেওয়া পুণ্যের কাজ সহানুভূতি ও মানবিকতার পরিচয় – ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান
admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫, ০৯:০৩ অপরাহ্ণ
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নবনির্বাচিত সভাপতি, সিলেট সোসাইটির প্রধান উপদেষ্টা, ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, ক্ষুধার্তকে খাবার দেওয়া পুণ্যের কাজ-সহানুভূতি ও মানবিকতার পরিচয়। বিবেকবান মানুষমাত্রই এটি উপলব্ধি করেন। তবে ইচ্ছা ও সংকল্পের অভাবে এ আমল অনেক সময় অবহেলিত রয়ে যায়। এটি এমন সওয়াবের কাজ, যার মাধ্যমে আল্লাহর দয়া ও করুণা অর্জিত হয়। আল্লাহ বান্দার জন্য রিজিকের দ্বার উন্মুক্ত করে দেন। তিনি আরো বলেন, ইসলামের দৃষ্টিতে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া গুরুত্বপূর্ণ কাজ। পবিত্র কোরআন ও হাদিসে এ ব্যাপারে অত্যধিক গুরুত্ব ও উৎসাহ দেওয়া হয়েছে। হাদিসে বলা হয়েছে, মানুষের কল্যাণ সংশ্লিষ্ট যত কাজ আছে, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোত্তম হচ্ছে দরিদ্র ও ক্ষুধার্তকে খাবার দান করা। এই কাজগুলো দীর্ঘদিন থেকে মানবিক সংগঠন সিলেট সোসাইটি ‘মেহমান খানা’র মাধ্যমে প্রতিদিন করে যাচ্ছে। সমাজের বিত্তবানরা এ ধরনের কাজে এগিয়ে আসলে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটবে।
তিনি ১৩ জানুয়ারি সোমবার বিকালে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে সিলেট সোসাইটি মেহমান খানার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত গরীব মিসকিন তথা দুঃস্থ মানুষের মধ্যে খাবার সরবরাহের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম শিকদারের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা অধ্যক্ষ কবি কালাম আজাদ, ডাক্তার সিরাজুল ইসলাম খান, কলমযোদ্ধা সাংবাদিক লিয়াকত আলী খান, রোটারিয়ান সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, অধ্যক্ষ মাওলানা আতাউর রহমান, এডভোকেট সালেহ চৌধুরী, মোহাম্মদ সাইদুল ইসলাম, আবু তাহের চৌধুরী, ডক্টর তুতিউর রহমান। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফখরুল ইসলাম, আছাদ উদ্দিন, আবদুল কাদির, জুবের আহমদ সার্জন, সিলেট সোসাইটির স্টুডেন্ট ইউনিটের বিষ্ণু রবি দাস, তাওহীদ জাহান চৌধুরী, আব্দুল বাসির, সাইদুল ইসলাম, ইয়াসিন রহমান, তৌহিদুর রহমান নাহিদ, আহসান হোসেন জিবু, কামাল আহমদ মেহেদী, হাসান গোলাম সরওয়ার জিহান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে জনতার মেয়র সাইদুল ইসলাম এবং অধ্যক্ষ মাওলানা আতাউর রহমানকে সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়। আগামী ২৫ ফেব্রুয়ারি সিলেট সোসাইটি মেহমান খানার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সংগঠনের উপদেষ্টা ডাক্তার জহিরুল ইসলাম অচীনপুরীকে আহবায়ক, ডাক্তার সিরাজুল ইসলাম খান, কলমযোদ্ধা লিয়াকত আলী খান, এডভোকেট সালেহ চৌধুরী, মোহাম্মদ সাইদুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে এবং সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলকে সদস্য সচিব, ডক্টর তুতিউর রহমানকে যুগ্ম সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট সিলেট সোসাইটি মেহমান খানার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন কমিটি গঠন করা হয়।
আগামী ২৬ জানুয়ারী শনিবার বাদ মাগরিব প্রস্তুতি কমিটির সভা আয়োজনে তারিখ নির্ধারণ করা হয়েছে।