সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই সোসাইটির নতুন কমিটি ঘোষণা

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ০৭:০৯ অপরাহ্ণ
মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই সোসাইটির নতুন কমিটি ঘোষণা

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিদ্যাপীঠ মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই সোসাইটির ২০২৪-২০২৫ মেয়াদের কমিটি ঘোষণা করা হয়েছে। আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে সিএসই সোসাইটির নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সিএসই বিভাগের প্রধান এবং সোসাইটির সভাপতি মো. মাহফুজুল হাসান এবং ট্রেজারার আবু জাফর মো. জাকারিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক্ষবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীগণ এবং শিক্ষার্থীরা।

নতুন কমিটিতে মো. মাহফুজুল হাসান – সভাপতি, আবু জাফর মো. জাকারিয়া – ট্রেজারার, কৌশিক রায় – সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রহর পাল – ভাইস প্রেসিডেন্ট, জয়নাল আবেদীন কোরেশী – সাধারণ সম্পাদক, মুদাব্বির হোসেন – যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

৪০ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি সিএসই সোসাইটির কার্যক্রমে নব দিগন্তের সূচনা করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এ কমিটি সৃজনশীলতা, নেতৃত্ব এবং উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ ও অংশগ্রহণ আরো বৃদ্ধি করবে। এর মাধ্যমে সোসাইটির কার্যক্রমকে আরও কার্যকর, সুসংগঠিত এবং সৃজনশীলভাবে পরিচালিত করা হবে।

এই নতুন কমিটির সদস্যরা তাদের দক্ষতা ও নিবেদিত মনোভাবের মাধ্যমে সিএসই সোসাইটিকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তাদের নেতৃত্বে সোসাইটি আগামী বছরগুলোতে আরও সফল হবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।