শাবিপ্রবিগামী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগরের সভাপতি কিশওয়ার জাহান, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদ প্রমুখ। এ সময় শাবিপ্রবি ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতারাও ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মিছিলটি নগরের আখালিয়া এলাকায় পৌঁছামাত্র একদল সাধারণ শিক্ষার্থীকে দেখে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। এ সময় তাঁরা সাধারণ শিক্ষার্থীদের ইটপাটকেলও নিক্ষেপ করেন। পরে তাঁরা মিছিল নিয়ে বিকেল ৪টার দিকে শাবিপ্রবির প্রধান ফটকে যান। ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেন। এ সময় পুলিশকে উদ্দেশ্য করে ছাত্রলীগের নেতা-কর্মীরা ইটপাটকেল ছুড়লে পুলিশও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ত্রেমুখী এলাকায় অবস্থান নেন। এর অন্তত ১৫ মিনিট পর পুনরায় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে আশপাশে থাকা সাধারণ শিক্ষার্থীদের মেসে মেসে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সুরমা ইউনিলিভার মেস, আমির কমপ্লেক্স ভবন ও তপোবন এলাকার বিভিন্ন মেসে হামলা চালান। তাঁদের হামলায় আমির কমপ্লেক্স ভবনের বাসিন্দা এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মাথা ফেটেছে।