বিশ্বনাথ উপজেলার মহিলা দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জান্নাতুল ফেরদৌস রুজির বাড়িতে রোববার গভীর রাতে পুলিশি তল্লাশি হয়রানি ও পরিবারের লোকজনের সাথে অশুভনীয় আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না ও সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম।
এক নেতৃবৃন্দ বলেন, আওয়ামী পুলিশ অত্যন্ত বেপরোয়া হয়ে নির্লজ্জের মত দলীয় সকল পর্যায়ের নেতাকর্মী এমনকি মহিলা নেতৃবৃন্দের বাড়িতে তল্লাশীর নামে হয়রানি ও অশুভ আচরণ করে যাচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকার পরিপন্থী। আইনের পোশাক পরিধান করে গভীর রাতে পুলিশের এ ধরনের আচরণ কোন ভাবে সভ্য সমাজ মেনে নিতে পারে না। সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ এ ধরনের হয়রানি বন্ধ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার আহবান জানান। বিজ্ঞপ্তি;