সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

বন্দরবাজারে ছাত্রলীগ ও ছাত্রদল-শিবিরের ত্রিমুখী সংঘর্ষ

Stuff
প্রকাশিত নভেম্বর ১, ২০২৩, ১২:৫৮ অপরাহ্ণ
বন্দরবাজারে ছাত্রলীগ ও ছাত্রদল-শিবিরের ত্রিমুখী সংঘর্ষ

আওয়াজ প্রতিবেদক:: সিলেট বন্দরবাজারে ছাত্রদল-ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিবির ও ছাত্রদলের ছোড়া ইট-পাটকেলের আঘাতে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীসহ পথচারী ও সাংবাদিক আহত হন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে- বুধবার বেলা সোয়া এগারোটার দিকে ছাত্রদল ও জামাআত ছাত্রশিবিরের পৃথক মিছিল মহাজনপট্টি এলাকা থেকে বের হয়ে বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে এসে অবস্থান নেয়। সাথে সাথে এখানে পুলিশ চলে আসলে তারা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ সরে যায়।

পরবর্তীতে ছাত্রলীগের অপর একটি মিছিল করিম উল্লাহ মার্কেটের দিকে চলে আসলে ছাত্রদল-জামাআত-শিবিরের সাথে ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয়ে যায়। তিন পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এক পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের সাথে এসে মিলিত হলে তাদের ধাওয়ার মুখে বিএনপি জামাআতের নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হয়। এরপর বিপুল সংখক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।